মুর্শিদাবাদ বাংলার নবাবদের ছিল মুর্শিদকুলী খান
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মুর্শিদাবাদ। অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল ছিল এই মুর্শিদাবাদ। ১৭০৪ সালে দেওয়ান মুর্শিদকুলী খান বাংলার দেওয়ানী সদর দফতর রাজধানী ঢাকা থেকে মাকসুদাবাদে স্থানান্তর করেন। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার সুবেদার মনোনীত করলে মুর্শিদকুলী খান তার নামানুসারে এর নাম দেন মুর্শিদাবাদ। পরবর্তীকালে মুর্শিদাবাদ পূর্ব ভারতের রাজধানীতে রূপান্তরিত হয়। বাংলা নুতন বছরের প্রথম মাসে ‘ইত্যাদি’র টিম নিয়ে আমরা গিয়েছিলাম বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি বিজড়িত এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদকে নিয়ে একটি তথ্য ভিত্তিক প্রতিবেদন প্রচারিত হয়েছে ‘ইত্যাদি’র গত পর্বে।
No comments: