নিজের সম্পর্কে এই ৫টি গোপন কথা ভুলেও কাউকে বলবেন না

কোন কোন কথা ভুল করেও বলা উচিৎ নয় কাউকে? মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলছেন, অন্তত ৫টি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। কী সেই বিষয়গুলি?
প্রাণের বন্ধু‌, বা খুব কাছের মানুষ আপনার জীবনে নিশ্চয়ই এমন‌ কেউ, বা কেউ কেউ আছেন যাঁদের সঙ্গে আপনি আপনার জীবনের সমস্ত গোপন কথা, অনুভূতি বা স্মৃতি শেয়ার করেন। কিন্তু সকলেই সেই নিকটতম জনের মতো আপন নন। বাকি যাঁরা, তাঁদের কাছে সব কথা বলা যায় না নিশ্চয়ই। কিন্তু কোন কোন কথা ভুল করেও বলা উচিৎ নয় তাঁদের?  মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তরে বলছেন, অন্তত ৫টি বিষয় সম্পর্কে কারোর সঙ্গে আলোচনা না করাই ভাল। কী সেই বিষয়গুলি? আসুন, জেনে নিই—.
১. নিজের জীবনযাপনের ধরন সম্পর্কে:
আপনি কেমনভাবে জীবনযাপন করেন সেই বিষয়ে কথা বলতে গেলে অনেকেই আপনার সম্পর্কে ভুল ধারণায় উপনীত হতে পারে। বিশেষত যদি আপনার জীবনযাপনের কোনও অংশ তাঁদের কাছে আপত্তিকর বলে মনে হয়। তাছাড়া ভেবে দেখুন, আপনি কেমনভাবে জীবনযাপন করেন, তা একান্তভাবেই আপনার ব্যক্তিগত বিষয়। সে সম্পর্কে কেউ খারাপ কিছু ভেবে নিয়ে আপনাকে যদি ভুল চোখে দেখে, তাহলে তা মোটেই ভাল ব্যাপার হয় না। কাজেই আপনার জীবনযাপনের ধরণ আপনার মধ্যেই গোপন থাক।
২. জীবনের উন্নতি সম্পর্কে:
আপনি আপনার জীবনে যদি বিশেষ কোনও উন্নতি করে থাকেন তাহলে সেই উন্নতির আলাদা মূল্য রয়েছে আপনার কাছে। অন্যদের কাছে সেই উন্নতির কিন্তু মূল্য নেই কোনও। কাজেই আপনি যদি আপনার জীবনের উন্নতি নিয়ে অন্যদের সামনে কথা বলতে শুরু করেন এবং তাঁদের অনুপ্রাণিত করতে চান, তাহলে অধিকাংশ মানুষেরই ধারণা হবে, আপনি অহংকার করছেন। পরিণামে তাঁরা দূরে সরে যাবেন আপনার থেকে। কাজেই নিজের উন্নতির কথা নিজের মনেই পুষে রাখুন।
৩. নিজের পারিবারিক সমস্যা সম্পর্কে:
প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে কিছু। আপনার পরিবারেও রয়েছে। কিন্তু সেই সমস্যার কথা পরিবারের বাইরের লোকেদের বললে কী সমস্যার সমাধান হবে কিছু? বরং এই নিয়ে অন্যদের মধ্যে অনভিপ্রেত আলোচনা শুরু হবে। তার চেয়ে পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাক। পরিবারের অন্যদের সঙ্গে মিলে সেই সমস্যার সমাধানে প্রয়াসী হন।

No comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.