স্কুল পড়ুয়াদের জন্য ফেসবুকের নয়া অ্যাপ


নয়া অ্যাপ এনেছে ফেসবুক। নাম লাইফস্টেজ। তবে এই অ্যাপ ব্যবহার করতে হলে বয়স হতে হবে একুশ বা কম। এই অ্যাপের জনকের বয়স মাত্র উনিশ বছর। তিনি আবার ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজারও। গোটা বিশ্বেই এখন ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই এবার ফেসবুক হাজির টিন এজারদের কথা ভেবে। ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান নতুন একটি অ্যাপের জন্ম দিয়েছেন। মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নয়া অ্যাপটি তৈরি করেছেন সেম্যান।

No comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.