মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে লেগেছে আগুন, মৃত ২

ধোঁয়ায় ঢেকেছে হাসপাতাল। প্রাণ ভয়ে স্যালাইনের বোতল হাতে ছুটছেন রোগী। প্রাণ বাঁচাতে শিশুদেরও ছুঁড়ে ফেলা হচ্ছে! দুজন আয়ার মৃত্যু হয়েছে। অন্যদিকে এক শিশুরও মৃত্যু হয়েছে। শোনা যাচ্ছে আরও দুই শিশুর মৃত্যুর খবর। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ জুড়ে শুধুই আতঙ্ক, হাহাকার। এদিকে ঢিলছোঁড়া দূরত্বে নিজের দফতরে বসে কিছু জানতে পারলেন না SDO দিব্যনারায়ণ চক্রবর্তী। জানলেন কয়েক ঘণ্টা পর সংবাদমাধ্যমের ফোনে। সিঁড়ি দিয়ে একসঙ্গে  হুড়মুড়িয়ে নামার সময় রীতিমতো পদপিষ্ট হন রোগীরা। প্রাণ বাঁচাতে আতঙ্কে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় শিশুদের। সেখানেই পড়ে গিয়ে রক্তাক্ত হয় চিকিত্সাধীন শিশু। পুরোটাই অব্যবস্থা। চারদিকে শুধু প্রিয়জনকে নিরাপদে ফিরে পাওয়ার আর্তি। যন্ত্রণা, আতঙ্ক, হাহাকার। হাসাপাতালে প্রাথমিক অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থাই ছিল না বলে জানিয়েছেন ডিভিশনাল ফায়ার অফিসার। আর এই ঘটনাই ফের একবার স্পষ্ট করে দিল কতটা পরিকাঠামোর অভাবে ভুগছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।

No comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.