আজকে 250 টাকা 32 GB Samsung

আজকে 250 টাকা দিয়ে একটি 32 GB Samsung মেমোরি কার্ড কিনলাম,ভাবলাম এত সস্তা?কিছুদিন আগেই একজনকে 950 টাকা দিয়ে 32 GB একটি মেমোরি কিনে দিলাম,আর এটাতো অনেক কম দাম। তাই কিনতে মন চাইলো,যদিও মনে অনেক সন্দেহ,কিন্তু লোভ সামলাতে পারলাম না, ভাবলাম মেমোরি চেক করে নিব,যেই কথা সেই কাজ মোবাইলে চেক করলাম,সব ঠিকঠাক।কোনো সমস্যা নাই।তাই কিনেই ফেললাম।অবশেষে বাসায় ফিরে যেই মোবাইল এ তুললাম আর সাপোর্ট করে না,যদিও করে কিছুক্ষণ পরেই, Damage দেখায়।পরে শত চেষ্টা করেও আর সাপোর্ট করাতেই পারলাম না।অবশেষে বুঝতে পারলাম যে 250 টাকা ধরা খাইছি।তাই সবাইকে সাবধান করছি এই ধরনের প্রতারণার ফাঁদে পরবেন না।www.samsung.com

No comments:

Theme images by Jason Morrow. Powered by Blogger.